Header Ads Widget

Responsive Advertisement

last update

6/recent/ticker-posts

শিক্ষা


 শিক্ষা ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ বেশ উন্নত। এখানে রয়েছেঃ

  • ৩৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়;
  • ২৮২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়;
  • ৪টি সরকারী উচ্চ বিদ্যালয়;
  • ২০৪টি বেসরকারি উচ্চ বিদ্যালয়;
  • ৪টি সরকারি কলেজ;
  • ৪৮টি বেসরকারি কলেজ;
  • ১২৮টি মাদ্রাসা;
  • ১টি সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র;
  • ১টি বেসরকারী কারীগরি প্রশিক্ষণ কেন্দ্র
  • ১টি বিশ্ববিদ্যালয় এবং
  • ১টি যুব উন্নয়ন কেন্দ্র ।
  • ২টি PTI আছে।

এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেঃ

  • শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুল,
  • চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট,
  • নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজ,
  • হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়,
  • নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
  • রাজারামপুর হামিদুল্লহ উচ্চ বিদ্যালয়,
  • রাজারামপু হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়,
  • সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজ,
  • নবাবগঞ্জ সরকারি কলেজ,
  • নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ,
  • এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়।
  • আদিনা ফজলুল হক সরকারি কলেজ
  • বিনোদপুর কলেজ
  • রহনপুর এ. বি. সরকারি উচ্চ বিদ্যালয়।

Post a Comment

0 Comments